রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনে বেরোবি শিক্ষার্থী পরিষদ নামে শিবির সমর্থিত প্যানেল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন বেরোবি শিক্ষার্থী পরিষদের উপদেষ্টা ও বেরোবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. সুমন সরকার।

প্রার্থীরা হলেন- ভিপি পদে আহমাদুল হক আলবির, জিএস পদে মো. মেহেদী হাসান, এজিএস পদে বায়েজিদ শিকদার। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক পদে জাহিদ হাসান জয়, বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ইমরান খান, ক্যারিয়ার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে উম্মে হানি তানিয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে আব্দুল কাদের, ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক পদে শোভন, পরিবহন সম্পাদক পদে শিবলী সাদিক, প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে মুয়াজ। কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন বায়েজিদ বোস্তামী, আল হুমায়রা ঐশী ও মরিয়ম জামিলা।

এছাড়াও তিনটি হলের হল সংসদে প্রার্থীরা হলেন- বিজয়২৪ হলে ভিপি আব্দুল মজিদ, জিএস নেজাজ, এজিএস আব্দুল আহাদ। শহীদ মুক্তার ইলাহী হলে ভিপি শাকিব আল হাসান, জিএস মুশফিক রহমান শুভ, এজিএস কাইয়ুম উদ্দিন। মেয়েদের শহীদ ফেলানী হলে ভিপি সানজিদা ইসলাম, জিএস সুমাইয়া তাহরীমা শিথিল, এজিএস জেসমিন আক্তার।

প্যানেল ঘোষণা শেষে কেন্দ্রীয় সংসদের ভিপি পদপ্রার্থী আহমাদুল হক আলবীর বলেন, এখানে কাজ করার অনেক ক্ষেত্র রয়েছে। শিক্ষার্থীদের অধিকার আদায়, আবাসিক সংকট, পরিবহন সংকট, ক্লাসরুম সংকটসহ বিভিন্ন সমস্যা এখনো বিরাজমান। আমরা প্রথমেই এসব গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে কাজ করব এবং অন্যান্য সব সমস্যারও সমাধানে সর্বোচ্চ চেষ্টা চালাব। আবু সাঈদের এই বিশ্ববিদ্যালয়ে জুলাই গণহত্যার বিচার এখনো হয়নি আমরা সেটিকেও গুরুত্ব দিয়ে দেখব। শিক্ষার্থীদের জন্য আমাদের থাকবে কিছু চমকপ্রদ ইশতেহার।

এআরবি