ভর্তি পরীক্ষার হলে প্রশ্নপত্র পেতে দেরি হওয়ায় রুমের দেয়ালে 'পরীক্ষা কমিটির বহিষ্কার চাই' লিখার কারণে পরীক্ষা দিতে পারেননি এক শিক্ষার্থী। বুধবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বি‌ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষায় এ ঘটনা ঘটে।

জানা যায়, চবির ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সকালের শিফটে কলা ও মানববিদ্যা অনুষদের ৫৩৪ নাম্বার রুমের দেয়ালে এক শিক্ষার্থী 'পরীক্ষা কমিটির বহিষ্কার চাই' লিখেন। ওই পরীক্ষার্থীর নাম মেহেদি হাসান। তার বাড়ি ঢাকার সাভারে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হোসাইন ভূঁইয়া ঢাকা পোস্টকে বলেন, একটা ছেলে পরীক্ষার আগে রুমের দেয়ালে লিখতে শুরু করে। সে নিয়ম জানে না। তাকে জিজ্ঞেস করলে সে বলে মত প্রকাশ করেছে। আমরা তাকে প্রক্টর অফিসে নিয়ে এসেছি। তার বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। বিস্তারিত পরে জানানো হবে।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ। যা চলবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত। এর মধ্যে প্রথম দিন ‘বি’ ইউনিটের দুই শিফটে ১৪ হাজার ২২৩ জন করে ভর্তিচ্ছু পরীক্ষা দিবে। চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনে ভর্তির জন্য আবেদন করেছে ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৭ জন শিক্ষার্থী।

রুমান/আরআই