চবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষের (সম্মান) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। সোমবার (১ নভেম্বর) বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম দিন দুই শিফটে অংশ নেবেন ৩৪ হাজার ৫৬ জন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটের ১ হাজার ২১২টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৬৮ হাজার ১১০ জন। সম্মিলিত ‘এ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৫৬ জন।
বিজ্ঞাপন
ভর্তি পরীক্ষা প্রথম শিফটে ভর্তিচ্ছুরা সকাল পৌনে ১০টায় কেন্দ্রে প্রবেশ করবেন। ওএমআর ফরম বিতরণ করা হবে সোয়া ১০টায়। প্রশ্নপত্র বিতরণ করা হবে বেলা ১১টায়। পরীক্ষা শেষ হবে দুপুর ১২টায়। একইভাবে দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, মঙ্গলবার (২ নভেম্বর) ‘এ’ ইউনিটের দ্বিতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর দুটি উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর।
বিজ্ঞাপন
এদিকে আজও পরীক্ষায় যেকোনো ধরনের জালিয়াতি রোধে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। সাদা পোশাকেও অবস্থান করবেন কয়েকটি সংস্থার সদস্যরা। এছাড়া ভর্তিচ্ছুদের যাতায়াতের সুবিধার্থে শাটল ট্রেন ঘোষিত সিডিউলে চলবে। মোট ১১ দফায় শাটল ট্রেন চট্টগ্রাম নগরীর বটতলী স্টেশন থেকে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসবে এবং ক্যাম্পাস থেকে শহরের উদ্দেশে ছেড়ে যাবে।
প্রসঙ্গত, চবিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনে ভর্তির জন্য আবেদন করেছেন ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন ভর্তিচ্ছু। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩৭ জন শিক্ষার্থী।
রুমান/এসএসএইচ