ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ ২০২২-এর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোটগ্রহণ করা হবে।

নির্বাচন সামনে রেখে এরইমধ্যে প্যানেল চূড়ান্ত করে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপিপন্থী শিক্ষকদের প্যানেল সাদা দল। রোববার (১৯ নভেম্বর) সাদা দলের একাধিক শিক্ষক নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

এবার সাদা দল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. ইয়ারুল কবীর এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. আব্দুস সালাম।

সহ সভাপতি পদে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ পদে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল আমিন, যুগ্ম সম্পাদক পদে দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. দাউদ খাঁন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া ১০টি সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন- অধ্যাপক ড. আশেকুল আলম রানা, অধ্যাপক ড. এ এস এস আমানুল্লাহ, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন, অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ, অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, অধ্যাপক মো. লুৎফর রহমান ও সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান।

করোনার কারণে গত নির্বাচনে বিএনপিপন্থী সাদা দল অংশগ্রহণ না করলেও গত কয়েক বছর ধরে শিক্ষক সমিতিতে আওয়ামী লীগ সমর্থিত প‌্যানেল জয়ী হয়ে আসছে। তার আগে টানা কয়েকবার বিএনপি সমর্থিতদের নিয়ন্ত্রণে ছিল শিক্ষক সমিতি।

এবারের নির্বাচনে সাদা দলের প্রত্যাশা জানতে চাইলে সভাপতি প্রার্থী ড. ইয়ারুল কবীর ঢাকা পোস্টকে বলেন, এবারও আমরা বেশি আশাবাদী না। কারণ কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষককে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের মাইন্ড সেটআপ চেঞ্জ হচ্ছে না। তারপরও আমরা দল হিসেবে অংশগ্রহণ করছি।

সাধারণ সম্পাদক প্রার্থী অধ্যাপক ড. আব্দুস সালাম বলেন, আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অত্যন্ত মেধাবী। তারা বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে রায় দেবেন। আশা করছি সেটা আমাদের পক্ষে আসবে।

এইচআর/এসএসএইচ