কুবিতে ভর্তির মেধা তালিকা প্রকাশ ২৬ ডিসেম্বর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির মেধা তালিকা আগামী ২৬ ডিসেম্বর প্রকাশ করা হবে। একইসঙ্গে চলতি মাসের ২৯ তারিখ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২০-২১ শিক্ষাবর্ষের টেকনিক্যাল কমিটির সদস্য সচিব পার্থ চক্রবর্ত্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
পার্থ চক্রবর্ত্তী বলেন, মঙ্গলবার এ নিয়ে সভা হয়েছে। সেখানে মেধা তালিকা ও মৌখিক পরীক্ষার তারিখ ২৬ ও ২৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এবার প্রতিটি ইউনিটে আসনের বিপরীতে চারগুণ পর্যন্ত মেধা তালিকা দেওয়া হবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন নেওয়া হয়। এই আবেদনে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করেন ৪১ হাজার ৩২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
এসপি
বিজ্ঞাপন