কম্পিউটারে বাংলা লেখার প্রথম সফটওয়্যার ‘শহীদলিপি’র নির্মাতা সাইফুদ্দাহার শহীদ মারা গেছেন। রোববার (৯ জানুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের আলবুকার্কে মৃত্যু হয় বুয়েটের এ সাবেক শিক্ষার্থীর। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান। তিনি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

কম্পিউটারে বাংলা লিখতে ‘বিজয়’ কিবোর্ডের আগেই ১৯৮৫ সালে শহীদলিপি তৈরি করেন সাইফুদ্দাহার শহীদ। এটি তৈরি করা হয়েছিল ম্যাকিনটোশ কম্পিউটারে ব্যবহারের জন্য। তিনি নিজের উদ্ভাবিত বাংলা ফন্ট শহীদলিপি দিয়ে মাকে প্রথম চিঠি লিখেছিলেন। নব্বইয়ের দশকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। শহীদলিপি ব্যবহার করে তারকালোক এবং দৈনিক আজাদসহ বেশকিছু পত্রিকা প্রকাশিত হয়েছিল।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এক শোকবার্তায় তিনি বলেন, কম্পিউটারে বাংলা প্রচলনে প্রকৌশলী সাইফুদ্দাহার শহীদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। যত দিন প্রযুক্তিতে বাংলা ব্যবহৃত হবে ততদিন তিনি চির জাগরূক হয়ে থাকবেন।

তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে উল্লেখ করে মন্ত্রী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এইচআর/এসএসএইচ