ইসি গঠনে প্রস্তাবিত নামের তালিকায় জবির ২ অধ্যাপক
নতুন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ করার জন্য সার্চ কমিটিতে আসা ৩২২ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রস্তাবিত এই নামের তালিকায় রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই জন অধ্যাপক।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তথ্য অধিদপ্তরে ও মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এসব নাম প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
তালিকায় ২২ নম্বরে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সরকার আলী আক্কাস এবং ২৪৯ নম্বরে রয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এস. এম আনোয়ারা বেগম।
প্রস্তাবিত ৩২২ জনের মধ্যে বিভিন্ন পেশা ও শ্রেণির অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নামই বেশি রয়েছে।
বিজ্ঞাপন
সম্প্রতি নির্বাচন কমিশন গঠনে প্রথমবারের মতো আইন করে সরকার। এরই ধারাবাহিকতায় গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে সার্চ কমিটি গঠন করা নির্দেশ দেন রাষ্ট্রপতি।
এমটি/এসএসএইচ