কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৮৮৪ বোতল বিদেশি মদ জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
 
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার লেফটেন্যান্ট তারেক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
 
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে বিসিজি স্টেশন সেন্ট মার্টিন কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট তারেক আহমেদের নেতৃত্বে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নের ছেড়াদ্বীপ সংলগ্ন সাগর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় কেয়া বনে অভিনব কায়দায় লুকানো অবস্থায় সাদা রংয়ের ৭০টি বস্তা জব্দ করা হয়। পরবর্তীতে বস্তাগুলো তল্লাশি করে মিয়ানমারের ৮৩২ বোতল বিদেশি মদ (গ্রান্ড রয়েল) এবং ২০৫২ ক্যান বিয়ার (আন্দামান) জব্দ করা হয়।
 
তিনি আরও বলেন, জব্দকৃত মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সাইদুল ফরহাদ/আরআই