নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি আজিজ, সম্পাদক শাহিন
আজিজ ও শাহিন
ফরহাদ বিন আজিজকে সভাপতি এবং শরিফুল ইসলাম শাহিনকে সাধারণ সম্পাদক করে নাটোর জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১ বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
এ কমিটিতে সহ-সভাপতি পদে ২০ জন, যুগ্ন-সাধারণ সম্পাদক পদে ৫ জন এবং সাংগনিক সম্পাদক পদে ৫ জনের নাম ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৩০ জুলাই নাটোর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
বিজ্ঞাপন
তাপস কুমার/আরআই