জলিল মিয়া

শপথ নেওয়ার এক দিন আগে কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মো. জলিল মিয়া (৫৫) মারা গেছেন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সাহেবনগর গ্রামের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। 

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস বিষয়টি নিশ্চিত করে জানান, ২৭ ফেব্রুয়ারি  নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ হবে। ইতোমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তার আগেই তিনি (জলিল মিয়া) মারা গেলেন।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে কুমিল্লার মুরাদনগর উপজেলার ২১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শ্রীকাইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে জলিল মিয়া ১১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

অমিত মজুমদার/আরএআর