চাঁদপুর-শরীয়তপুর রুটের হরিণাঘাট এলাকায় ফেরি থেকে নদীতে পড়ে গেছে একটি পণ্যবাহী ট্রাক। এতে অ‌ল্পের জন্য রক্ষা পেয়েছেন ট্রাকের চালক ও সহকারী। ট্রাক উদ্ধারে কাজ করছে ডুবুরি দল।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে হরিণা ফেরিঘাটের এক নম্বর ঘাট বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লোহার পাইপবোঝাই একটি ট্রাক শনিবার রাতে ফেরিতে উঠে। ফেরিটি পন্টুন ত্যাগ করার পরপরই নদীতে পড়ে যায়। এ সময় ফেরিতে আরও কয়েকটি পণ্যবাহী ট্রাক ছিল। 

বিআইডব্লিউটিসির ম্যানেজার মো. তুষার ব‌লেন, এ ঘটনায় তদন্ত হ‌চ্ছে। ঊধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থলে উপ‌স্থিত হ‌য়ে‌ছেন। দুর্ঘটনায় ফে‌রির মাস্টার ও কর্মচারী‌দের কোনো গা‌ফিল‌তি আ‌ছে কি না তা খ‌তি‌য়ে দেখা হ‌চ্ছে।

ট্রাকচালক জাহাঙ্গীর বলেন, চট্টগ্রাম বন্দর থেকে খুলনায় যাচ্ছিলাম। এতে বড় আকৃতির ৯টি পাইপ ছিল। সকালে স্থানীয় ডুবুরি দিয়ে ট্রাকের সন্ধান পাওয়া গেছে।

চাঁদপুর বন্দর কর্মকর্তা‌ ব‌লেন, রা‌তে ঘটনা‌টি ঘ‌টে‌ছে। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী অক্ষত র‌য়ে‌ছে। ট্রাক‌টি উদ্ধা‌রে কাজ চলছে।

শরীফুল ইসলাম/এসপি