ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, নির্বাচন কমিশন গঠনে সরকার জনগণকে বারবার ধোঁকা দিয়েছে। এবারও তার ব্যত্যয় হয়নি। নির্বাচন কমিশন গঠনের নামে জনগণকে ধোঁকা দিয়ে নিজেদের আজ্ঞাবহ ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার পদে বসানো হয়েছে। আপনারা জানেন, নবাগত নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বিতর্কিত ব্যক্তি। সুতরাং তার দ্বারা জনগণ কী উপহার পাবে তা নিয়ে সন্দেহ আছে।

মঙ্গলবার (১ মার্চ) বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে আয়োজিত দাওয়াতি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা আগেই বলেছি নির্বাচন কমিশন নয়, নির্বাচনকালীন সরকারই মূখ্য। আমরা চাই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সম্পন্ন হোক। সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, যতদিন পৃথিবীতে কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা হয়েছে ততদিন রাষ্ট্রের মানুষ শান্তিতে বসবাস করেছে।

অনুষ্ঠানে অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মুফতী সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। উপস্থিত ছিলেন বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক মুহাম্মাদ লুৎফর রহমান, জেলা কমিটির সহসভাপতি মাওলানা মুহাম্মদ ইদ্রিস আলী, নগর কমিটির যুগ্ম সম্পাদক আবুল খায়ের অশ্রাফী, জেলা সাংগঠনিক সম্পাদক কায়সারুল ইসলাম প্রমূখ।

সৈয়দ মেহেদী হাসান/আরআই