বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান বলেছেন, প্রশিক্ষিত পুলিশ সদস্য দেশের সম্পদ।  জননিরাপত্তায় ঝুঁকিপূর্ণ দায়িত্বপালন করতে গিয়ে বিভিন্নভাবে আমরা এ সম্পদ হারাচ্ছি।

মঙ্গলবার (১ মার্চ) পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএমপি কমিশনার বলেন, স্বজন হারানোর ক্ষতি অপূরণীয়। জননিরাপত্তায় প্রতিদিন, প্রতি সময় আমাদের যুদ্ধ করতে হয়। তবে অপেশাদার, অসচেতনতাবশত যেন কাউকে হারাতে না হয় সে জন্য সকলকে সচেতন থাকতে হবে। কর্তব্যরত অবস্থায় হারানো বীর পুলিশ শহীদদের আত্মত্যাগ ও পূর্বসূরিদের শ্রদ্ধা নিবেদন তখনই স্বার্থক হবে যখন আমরা জনকল্যাণে ভূমিকা পালন করতে পারব। কতর্ব্য পালনে কোনো পুলিশ সদস্যের ব্যত্যয় দেখলে তা ধরিয়ে দিতে প্রাণ হারানো পুলিশ সদস্যদের স্বজনদের প্রতি তিনি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, জেলা পুলিশ সুপার মারুফ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আনুষ্ঠানিকভাবে সকালে পুলিশ সদস্যদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত স্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পুলিশ মেমোরিয়াল ডে শুরু হয়। এ বছর বরিশাল মেট্রাপলিটন ও জেলা পুলিশের প্রাণ হারানো ৫০ পুলিশ সদস্যের পরিবারকে সম্মাননা জানানো হয়।

সৈয়দ মেহেদী হাসান/আরআই