গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রুপালী রাণী (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (০১ মার্চ) বিকেলে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধা-বগুড়া জেলার সীমানা চাপড়ীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রুপালী রাণী উপজেলার সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর গ্রামের সুশীল চন্দ্র শীলের স্ত্রী।

স্থানীয়রা জানান, রুপালী রানী শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ডাক্তার দেখানোর জন্য তার স্বামী সুশীল চন্দ্রের সঙ্গে রংপুর-রাজশাহী রুটের একটি বাসযোগে বগুড়া যাচ্ছিলেন। পথে বাসটি গাইবান্ধা-বগুড়া জেলা সীমানা চাপড়ীগঞ্জ এলাকায় আসলে একটি মাইক্রোবাসকে ওভারটেক করার সময় খাদে পড়ে যায়। এতে বাসে থাকা রুপালী রাণী গুরুতর অসুস্থ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। আরও অন্তত ৭ জন যাত্রী আহত হন। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পরই বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক বাসটি আটক করে এবং আহতদের হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় বাসচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

রিপন আকন্দ/আরএআর