ডাক্তার দেখানো হলো না রুপালী রানীর
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রুপালী রাণী (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (০১ মার্চ) বিকেলে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধা-বগুড়া জেলার সীমানা চাপড়ীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুপালী রাণী উপজেলার সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর গ্রামের সুশীল চন্দ্র শীলের স্ত্রী।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, রুপালী রানী শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ডাক্তার দেখানোর জন্য তার স্বামী সুশীল চন্দ্রের সঙ্গে রংপুর-রাজশাহী রুটের একটি বাসযোগে বগুড়া যাচ্ছিলেন। পথে বাসটি গাইবান্ধা-বগুড়া জেলা সীমানা চাপড়ীগঞ্জ এলাকায় আসলে একটি মাইক্রোবাসকে ওভারটেক করার সময় খাদে পড়ে যায়। এতে বাসে থাকা রুপালী রাণী গুরুতর অসুস্থ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। আরও অন্তত ৭ জন যাত্রী আহত হন। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পরই বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক বাসটি আটক করে এবং আহতদের হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় বাসচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন
রিপন আকন্দ/আরএআর