শাজাহান খানকে ইলিয়াস কাঞ্চনের কাছে ক্ষমা চাইতে হবে
নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনকে নিয়ে সাবেক মন্ত্রী শাজাহান খানের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে খুলনায় মানববন্ধন
সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে খুলনায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) নেতারা। নিসচা’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে বিরূপ মন্তব্য করার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে নিসচার খুলনা জেলা ও মহানগর শাখা। মানববন্ধনে সভাপতিত্ব করেন নিসচা’র মহানগর সভাপতি এসএম ইকবাল হোসেন। মানববন্ধনে অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তারা বলেন, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান রাজশাহীতে একটি শ্রমিক সমাবেশে নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে আপত্তিকর কুরুচিপূর্ণ বক্তব্য রাখেন। তার এ ধরনের বক্তব্য শুধু দেশবাসীকে ক্ষুব্ধ করেনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অপমান করেছে। কেননা নিসচা চেয়ারম্যানকে সমাজসেবায় অবদান রাখায় একুশে পদকে ভূষিত করেছেন প্রধানমন্ত্রী। সড়ক নিরাপদ আন্দোলনকে সমর্থন দিয়ে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করেছেন। অথচ তাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য রাখেন শাজাহান খান।
বক্তারা আরও বলেন, দেশের সড়ক নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন। অথচ শাজাহান খান সড়ক নিরাপত্তা আইন ২০১৮ পালনে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছেন। তিনি শ্রমিকদের উসকানি দিচ্ছেন। ইলিয়াস কাঞ্চনকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন, যা প্রধানমন্ত্রী ও দেশের মানুষকেই অপমানের শামিল। তাই অবিলম্বে শাজাহান খানকে ইলিয়াস কাঞ্চনের কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে ইলিয়াস কাঞ্চনের প্রতি শাজাহান খানের এমন বিরূপ আচরণের কারণে খুলনায় অবাঞ্ছিত ঘোষণা করা হলো।
বিজ্ঞাপন
জেলা নিসচা’র সহ-সাধারণ সম্পাদক আফজাল হোসেন রাজুর সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, জেলা নিসচা’র সভাপতি মো. হাছিবুর রহমান হাছিব, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, নিসচা’র খুলনা মহানগর সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক আনোয়ারা পারভীন আক্তার পরী, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা সমন্বয়কারী মুনীর চৌধুরী সোহেল, বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মো. নাসির উদ্দিন ও আগুয়ান-৭১’র খুলনা জেলা সভাপতি আবিদ হাসান শান্ত প্রমুখ।
মোহাম্মদ মিলন/এএম