পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে আগামী ৪ মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের জন্য নিয়োগপ্রাপ্ত প্রশাসককে নির্দেশনা দেয়া হয়েছে।

গত বুধবার (৩ মার্চ) মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ এর পরিচালক (যুগ্ম-সচিব) মো. ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। 

শনিবার (৫ মার্চ) বিকেলে ঢাকা পোস্টকে  বিষয়টি নিশ্চিত করে পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নিয়োগপ্রাপ্ত প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি আদেশের কপি পেয়েছি। তবে এখনও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করিনি। খুব শিগগিরই দায়িত্ব বুঝে নেওয়া হবে।

তবে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সচিব আব্দুর রাজ্জাক বলেন, আমিও বিষয়টি শুনেছি। কিন্তু আদেশের কপি এখনো হাতে পাইনি। শুনেছি আদেশের কপিটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে গিয়েছে।

পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান কমিটির সভাপতি সাইফুল আলম চৌধুরী স্বপনও আদেশের কপি পাননি বলে জানান। তিনি বলেন, অফিসিয়ালি আদেশের কপি পেলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. শফিকুল ইসলাম খানসহ ৭ জন পরিচালক একটি অভিযোগ প্রেরণ করেন। অভিযোগে বলা হয়- ২০২১-২২ ও ২০২২-২৩ মেয়াদে গঠিত নির্বাহী কমিটি অবৈধ ও কারচুপির মাধ্যমে গঠন করায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

উক্ত অভিযোগের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব একেএম আলী আহাদ খান পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিদর্শন করে একটি প্রতিবেদন দেন। প্রতিবেদনে বলা হয়, কোম্পানি আইন ও বিধি অনুযায়ী ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়নি। ২০২১-২২ ও ২০২২-২৩ মেয়াদে যে কমিটি নির্বাচিত দেখানো হয়েছে তা সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভায় অনুমতিও নেওয়া হয়নি। কার্যনির্বাহী কমিটির অধিকাংশ সদস্য বিষয়টি অবগত নয়। বিগত বছরের কমিটির তালিকা হুবহু তৈরি করে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়।

তদন্ত কমিটি ২০২১-২২ ও ২০২২-২৩ মেয়াদের কমিটি নিয়মতান্ত্রিকভাবে হয়নি উল্লেখ করে কার্যনির্বাহী কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের মতামত দেন। 

সেই মতামতের ভিত্তিতে বর্তমান কমিটি বাতিল করে বাণিজ্য সংগঠন অধ্যাদেশ-১০ এর ধারা মোতাবেক পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। 

নিয়োগপ্রাপ্ত প্রশাসককে সংগঠনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনাসহ আগামী ৪ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের আদেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৩ সেপ্টেম্বর ২০২২-২৩ মেয়াদে সভাপতি হিসেবে সাইফুল আলম চৌধুরী স্বপন এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে আলী মুর্তজা বিশ্বাস সনিকে নির্বাচিত করে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কমিটি গঠন করা হয়।

রাকিব হাসনাত/আরএআর