পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাসচাপায় হাসান পারভেজ (৫৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। শুক্রবার (১১ মার্চ) রাত ৮টার দিকে নীলগঞ্জ ইউনিয়নের পানি যাদুঘরের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

হাসান পারভেজ (৫৫) কলাপাড়া প্রেসক্লাবের সদস্য এবং ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার কলাপাড়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, হাসান মাগরিবের নামাজ শেষে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। কুয়াকাটা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির বাস হাসানকে চাপা দেয়। এ সময় বাস তাকে চাকার সঙ্গে ২০-৩০ গজ দূরে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

কলাপাড়া থানার উপ-পরিদর্শক মো. হুমায়ূন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘাতক বাসটিকে আটক করি। তবে চালক ও তার সহকারী পলাতক রয়েছে।

কাজী সাঈদ/এসপি