প্রতিবেশীরা ঘরে ঢুকে দেখেন স্বামী-স্ত্রী ঝুলছেন
বরগুনার বেতাগী উপজেলায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ মার্চ) সকালে বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের করুনা এলাকার নিজ বসতঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আসলাম হোসেন (২৩) করুনা এলাকার মনির হোসেনের ছেলে। তার স্ত্রী তামান্না আক্তার (২০) একই এলাকার হিরু হাওলাদারের মেয়ে।
বিজ্ঞাপন
এলাকাবাসীরা জানান, দেড় বছর আগে প্রতিবেশী হিরু হাওলাদারের মেয়ে তামান্নার সঙ্গে প্রেমের সম্পর্ক হয় আসলামের। এরপর তারা বিয়ে করেন। আসলামের বাবা ঢাকার একটি রড ফ্যাক্টরিতে কাজ করেন। দিনমজুর আসলাম স্ত্রী ও মাকে নিয়ে বাড়িতে থাকতেন। তিন দিন আগে আসলামের মা তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান।
শনিবার সকালে প্রতিবেশীরা আসলামকে ডাকতে বাড়িতে যায়। কোনো সাড়াশব্দ না পেয়ে তারা প্রবেশ করে দেখেন সিলিংয়ের সঙ্গে আসলাম ও তামান্নার মরদেহ ঝুলছে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা গিয়ে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
আসলাম হোসেনের মা জেসমিন আক্তার বলেন, আমি গতকাল বাড়িতে ছিলাম না। আমার ধারণা তামান্নার বাবার বাড়ির লোকজন আমার ছেলে-বউকে মেরে ফেলেছে। আমি এ ঘটনার বিচার চাই।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও বেতাগী সার্কেল) মেহেদী হাছান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করেছেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সিআইডির একটি দল ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত শেষে আমরা বলতে পারব এটা হত্যা নাকি আত্মহত্যা।
তিনি আরও বলেন, তদন্ত শেষে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এনএ