রাজশাহী নগরীতে ভবন নির্মাণের গর্ত করার সময় দেয়াল ধসে রিয়াজুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ মার্চ) দুপুর আড়াইটার দিকে নগরীর ছোট বনগ্রাম সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিয়াজুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী বলিয়াডাইং এলাকার বাসিন্দা। তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

জানা গেছে, নগরীর বারো রাস্তার মোড় সংলগ্ন এন্তাজ আলীর প্লটে ভবনের ভিত্তি নির্মাণের গর্ত খনন করছিলেন ১৭ নির্মাণ শ্রমিক। এদেরই একজন রাজিব ইসলাম। উদ্ধার অভিযান চলাকালে পাশে বসেছিলেন রাজিব।

রাজিব জানান, সাইটে দুটি গর্ত খননের কাজ চলছিল। ১৭ জন শ্রমিক দুই ভাগে বিভক্ত হয়ে কাজ করছিলেন। একটি দল দেয়ালের পাশে গর্ত খনন করছিলেন। ওই দলে তিনিসহ ছিলেন ৯ জন। দুপুরের খাবার খেয়ে ২টা নাগাদ আবারো তারা কাজে লেগে যান। সোয়া ২টার দিকে বিকট শব্দে পাশের দেয়াল ধসে পড়ে। দেয়ালের ওপাশে খোয়ার স্তুপ ছিল। সেগুলো গর্তে পড়ে যায়। দুর্ঘটনার সময় গর্ত থেকে লাফ দিয়ে উঠে কোনো রকমে প্রাণ বাঁচিয়েছেন তিনি। পরে নিজ হাতে দুই সহকর্মীর মরদেহ উদ্ধার করেছেন বলে তিনি দাবি করেন। এছাড়া আহত অবস্থায় আরও কয়েকজনকে উদ্ধার করেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আটজনকে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি বিভাগের চিকিৎসক জাহেদুল ইসলাম।

তিনি বলেন, আহত আট শ্রমিককে হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে একজন হাসপাতালে নেওয়ার আগেই মারা যান। আহতরা হাসপাতালের ৮ ও ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

শুরু থেকেই ঘটনাস্থলে ছিলেন রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল আলম। তিনি বলেন, খবর পেয়ে রাজশাহী সদর, বিশ্ববিদ্যালয় ও নওহাটা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় ৬০ জন সদস্য উদ্ধার অভিযানে অংশ নেন। শ্রমিকরা আমাদের জানিয়েছিলেন, দুইজন ঘটনাস্থলে মারা গেছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। কেউ আছে কিনা সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। দেয়ালের নিচে এখনও কতজন চাপা পড়ে আছে বা আদৌ কেউ আছেন কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ঘটনাস্থলে নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান আলী জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এনিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেরদেৌস সিদ্দিকী/আরএআর