কুমিল্লার নাঙ্গলকোটে জোড়া খুনের এক দিন পরই বুড়িচং উপজেলায় আরও একটি জোড়া খুনের ঘটনা ঘটল। এবার শাশুড়ি ও স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন জামাই লোকমান। এ সময় স্থানীয় ব্যক্তিরা অভিযুক্ত লোকমানকে হত্যাকাজে ব্যবহৃত ছুরিসহ আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটায় উপজেলার ৭ নম্বর মোকাম ইউনিয়নের নিমসারের পাশের গ্রাম হালগাঁওয়ে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লা সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বল্লভপুর গ্রামের শাহলম মিয়ার স্ত্রী জানু বিবি (৫৫) ও তার মেয়ে ফারজানা বেগম (২৫)।

অভিযুক্ত লোকমান হোসেন উপজেলার ৭ নম্বর মোকাম ইউনিয়নের নিমসারের হালগাঁও গ্রামের মৃত আলম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, লোকমান শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার বিকেলে শাশুড়ি ও স্ত্রীকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন লোকমান হোসেন। পরে তাকে স্থানীয় ব্যক্তিরা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। লোকমান মাদকাসক্ত ছিলেন বলে জানান স্থানীয়রা।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের (কুমেক) মর্গে পাঠানো হবে। লোকমানকে ছুরিসহ আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের মূল কারণ জানা যায়নি এখনো।

এর আগে সোমবার (৮ ফেব্রুয়ারি) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় মা ও ভাবিকে কুপিয়ে হত্যা করেছেন মো. সাইফুল ইসলাম (২৮) নামের এক যুবক। ঘটনার পরপরই সাইফুলকে আটক করেছে পুলিশ।

ইসতিয়াক আহমেদ/এনএ