সকালে নৌকার প্রার্থীর মায়ের পা ছুঁয়ে সালাম, দুপুরে ক্যাম্প ভাঙচুর
নরসিংদী পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর
নরসিংদী পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হারুনুর রশিদ হারুন ও স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা এসএম কাইয়ুমের নির্বাচনী ক্যাম্পে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও ভাঙচুরে জড়িত বলে অভিযোগ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সদর উপজেলার সাটিরপাড়া, নাগরিয়াকান্দি ও দত্তপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে। রাত ৮টার দিকে এ অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী হারুনুর রশিদ। পাশাপাশি স্বতন্ত্র মেয়র প্রার্থী এসএম কাইয়ুম জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্র ও প্রার্থীদের অভিযোগ থেকে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে বিএনপির প্রার্থী হারুনুর রশিদ নেতাকর্মী নিয়ে নাগরিয়াকান্দি এলাকায় যান। এ সময় আওয়ামী লীগের প্রার্থী আমজাদ হোসেন বাচ্চুর বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর বাচ্চুর মায়ের পা ছুঁয়ে সালাম করে দোয়া নিয়ে অন্য এলাকায় যান হারুন।
তিনি চলে যাওয়ার পর দুপুরে নাগরিয়াকান্দি ও দত্তপাড়ায় ধানের শীষের তিনটি ক্যাম্পে ভাঙচুর চালান আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা। এরপর বিকেল ৫টার দিকে একই এলাকায় স্বতন্ত্র প্রার্থীর দুটি নির্বাচনী ক্যাম্পে হামলা চালান তারা।
বিজ্ঞাপন
বিএনপির মেয়র প্রার্থী হারুনুর রশিদ হারুন বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। কোনো সহিংসতা চাই না। আমার নেতাকর্মীদের ধাওয়া করেছেন, নির্বাচনী ক্যাম্পের চেয়ার-টেবিল, হ্যান্ডমাইক ভাঙচুর করেছেন নৌকার সমর্থকরা। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করব আমরা।
স্বতন্ত্র মেয়র প্রার্থী এসএম কাইয়ুম বলেন, সকালে দত্তপাড়া এলাকায় আমার নির্বাচনী ক্যাম্পে হামলা চালান নৌকার সমর্থকরা। এ সময় আমার সমর্থকদের ধাওয়া করা হয়। দুপুরে সাটিরপাড়া ক্যাম্পের চেয়ার-টেবিল ও হ্যান্ডমাইক ভাঙচুর করা হয়। হামলাকারীরা আওয়ামী লীগের নেতাকর্মী।
জানতে চাইলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আমজাদ হোসেন বাচ্চু বলেন, আজ আমি ওসব এলাকায় ছিলাম না। নির্বাচনী প্রচারণায় অন্য এলাকায় ছিলাম। বিএনপির মেয়র প্রার্থী ও স্বতন্ত্র মেয়র প্রার্থীর ক্যাম্পে কারা হামলা চালিয়েছে আমি জানি না। তবে শুনেছি, সকালে আমার বাসায় এসেছেন বিএনপির মেয়র প্রার্থী হারুনুর রশিদ।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা কমল কুমার ঘোষ বলেন, এসএম কাইয়ুমের কর্মীদের ওপর হামলা ও ক্যাম্প ভাঙচুরের অভিযোগ পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। তবে বিএনপির পক্ষ থেকে এখনো অভিযোগ পাইনি। তারা অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আগামী ১৪ ফেব্রুয়ারি নরসিংদী পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে ভোটার রয়েছেন ৯৯ হাজার ৪৫৪ জন।
রাকিবুল ইসলাম/এম