একসঙ্গে টিকা নিলেন করোনা হাসপাতালের ১৯ চিকিৎসক
রংপুরের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে কর্মরত ২৫ চিকিৎসকের মধ্যে একসঙ্গে ১৯ জন টিকা নিয়েছেন
রংপুরের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে কর্মরত ২৫ চিকিৎসকের মধ্যে একসঙ্গে ১৯ জন টিকা নিয়েছেন। মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে রংপুুুর পুরাতন সদর হাসপাতাল কেন্দ্রে তারা করোনার প্রতিষেধক টিকা নেন। এছাড়া একই দিনে সাতজন স্বাস্থ্যকর্মীও টিকা নিয়েছেন।
রংপুরের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস.এম নূরুন নবী এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
ঢাকা পোস্টকে তিনি বলেন, হাসপাতালে ২৫ জন চিকিৎসক এবং ৩০ জন নার্সসহ মোট ৭০ জন কর্মরত রয়েছেন। পর্যায়ক্রমে অন্যরাও টিকা গ্রহণ করবেন।
ডা. এস.এম নূরুন নবী বলেন, করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পরপরই গত বছরের ১৯ এপ্রিল রংপুুুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল উদ্বোধন করা হয়। সেদিন থেকে হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছি আমরা।
বিজ্ঞাপন
করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচিতে হাসপাতালের স্টাফরা টিকা নিচ্ছেন। রংপুরে কর্মসূচি শুরুর তৃতীয় দিন মঙ্গলবার ১৯ জন চিকিৎসক ও সাতজন স্বাস্থ্যকর্মীসহ ২৫ জন টিকা নিয়েছেন। পর্যায়ক্রমে অন্যরাও টিকা গ্রহণ করবেন। টিকা নেওয়ার পর এখন পর্যন্ত কারও কোনো সমস্যা হয়নি বলেও জানান ডা. এস.এম নূরুন নবী।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রংপুর জেলায় ১০টি টিকা কেন্দ্রের ১৮টি বুথে দুই হাজার ২৩৯ জন করোনার টিকা গ্রহণ করেছেন। তিন দিনে জেলায় চার হাজার ৩২২ জনকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে এক হাজার ২৪৭ জন নারী এবং তিন হাজার ৭৫ জন পুরুষ রয়েছেন।
ফরহাদুজ্জামান ফারুক/এএম