লালমনিরহাট সদর উপজেলার নয়ারহাটে আ.লীগের নির্বাচনী অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা

লালমনিরহাট সদর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ভাঙচুর ও নৌকার তোরণে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার নয়ারহাট এলাকার নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট সদর পৌরসভা নির্বাচনে পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন নৌকা প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচার প্রচারণার জন্য তিনি অলিগলিতে নির্বাচনী অফিস করেছেন। হঠাৎ করে মঙ্গলবার রাতে পৌর এলাকার নয়ারহাট নির্বাচনী অফিসে বেশ কয়েকজন হামলা চালিয়ে অফিসে চেয়ার টেবিল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে স্থানীয়দের চিৎকারে ঘটনাস্থল থেকে দুর্বৃত্তরা সরে যান।

এদিকে, খবর পেয়ে সদর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে কারা হামলা করেছেন সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নৌকা প্রতীকের প্রার্থী মোফাজ্জল হোসেন বলেন, নৌকার জয় সুনিশ্চিত জেনে একটি পক্ষ এসব করছে। তবে তাদের আশা কোনো দিনও পূরণ হবে না। এ ঘটনায় মামলা করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নেতাকর্মীদের সঙ্গে পরামর্শ নিয়েই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ আলম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিয়াজ আহমেদ সিপন/এসপি