বাসচাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল চারজনের
দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা
কক্সবাজারের টেকনাফে বাসচাপায় একই পরিবারের তিনজনসহ সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (১০ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়েনের লম্বাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টেকনাফে হ্নীলার আলী আকবর ডেইলের মরিচ্যাঘোনা এলাকার সালামত উল্লাহ (৭০), তার ছেলে মোহাম্মদ নজরুল ইসলাম (২৫), নজরুলের মেয়ে সোহানা (৬) এবং দেলোয়ার নামে অপর এক ব্যক্তি। তার বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বিজ্ঞাপন
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হ্নীলা থেকে কক্সবাজারমুখী সিএনজিচালিত অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাস চাপা দিলে ঘটনাস্থলেই একজন ও পরে হাসপাতালে নেয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম ঢাকা পোস্টকে বলেন, ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
মুহিববুল্লাহ মুহিব/আরএআর