অষ্টম শ্রেণিতে ২৫ মিনিট পাঠদান করলেন ডিসি
আকস্মিক সাতক্ষীরা সদরের ডিবি ইউনাইটেড হাইস্কুল পরিদর্শন করলেন জেলা প্রশাসক (ডিসি) মো. হুমায়ুন কবির। রোববার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে স্কুলটি পরিদর্শন করেন তিনি। এ সময় অষ্টম শ্রেণিতে বিজ্ঞান বিষয়ে ২৫ মিনিট পাঠদান করেন জেলা প্রশাসক।
ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোমিনুর রহমান জানান, ধূলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ চলছিল বিদ্যালয়ের মাঠে। সেটি তদারকি করেন জেলা প্রশাসক। পরে আকস্মিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় অষ্টম শ্রেণিতে বিজ্ঞান বিষয়ে পাঠদান করছিলেন শিক্ষক। পরে ডিসি স্যার শ্রেণিকক্ষে গিয়ে ২৫ মিনিট শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান ও পাঠদান করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের প্রশ্ন করলে শিক্ষার্থীরাও সঠিক উত্তর দিয়েছেন। এতে সন্তোষ প্রকাশ করেছেন জেলা প্রশাসক। এ ছাড়া বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের ওপর তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের খেলাধুলার ব্যাপারে উৎসাহিত করার পরামর্শ দিয়েছেন।
বিজ্ঞাপন
বিদ্যালয়টি পরিদর্শনকালে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, ধূলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজান চৌধুরী, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন উপস্থিত ছিলেন।
আকরামুল ইসলাম/আরআই