দৌলতদিয়ায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা
রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটের দৌলতদিয়া প্রান্তে ফেরি পারের অপেক্ষায় রয়েছে শত শত পণ্যবাহী ট্রাক। এসব পণ্যবাহী ট্রাককে ফেরির নাগাল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও সহকারীরা।
ঘাট-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নদীতে পানি কমে নাব্যতা-সংকট সৃষ্টি হওয়ায় উভয় ঘাটেই ফেরি ভিড়তে স্বাভাবিক সময়ের থেকে বেশি সময় লাগছে। এ ছাড়া পানি কমে পল্টুন নিচু হওয়ায় গাড়ি লোড-আনলোডে সময় লাগছে। এ কারণে দৌলতদিয়া প্রান্তে ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়ে। তবে যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।
বিজ্ঞাপন
বুধবার (২৩ মার্চ) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের চার কিলোমিটার এলাকা পর্যন্ত পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এ ছাড়া ঘাট থেকে ১৪ কিলোমিটার পেছনে গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীর দিকে সড়কে ট্রাকগুলোকে আটকে দেওয়া হয়।
বিজ্ঞাপন
এতে প্রায় তিন কিলোমিটার পণ্যবাহী ট্রাকের সিরিয়াল দেখা যায়। এসব ট্রাক ১৫ থেকে ১৬ ঘন্টা ধরে অপেক্ষা করছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে চালকদের।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বলেন, অতিরিক্ত পণ্যবাহী ট্রাকের চাপ ও নাব্যতা-সংকটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়ায় গাড়ির সারি তৈরি হচ্ছে। তবে বিকেলের মধ্যেই আশা করি এ চাপ আর থাকবে না। বর্তমানে এ রুটে ছোট-বড় ১৯টি ফেরি চলাচল করছে।
মীর সামসুজ্জামান/এনএ