ঠাকুরগাঁওয়ে মেটালের আঞ্চলিক অফিস উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে কৃষি যন্ত্র বিক্রয়, বিপণন ও প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেটালের আঞ্চলিক অফিসের উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সাদিদ জামিল বুধবার (২৩ মার্চ) বেলা ১১টায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের তেলীপাড়ায় এ শাখার উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, আমরাই প্রথম ১৯৯৩ সাল থেকে কৃষক পর্যায়ে এই যন্ত্রগুলো নিয়ে কাজ করে আসছি। এখন বাংলাদেশে ট্রাক্টর, পাওয়ার টিলার দিয়ে ৯৭ ভাগ জমি চাষাবাদ করা হচ্ছে। এরই মধ্যে ধান কাটা, মাড়াই করার যন্ত্র আমরা নিয়ে আসছি। যদিও এটি ৩-৪ শতাংশ, তবে সামনে আরও বাড়বে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বাজারে যেসব ট্রাক্টর পাওয়া যায়, সেগুলোর চেয়ে আমাদের ট্যাফে ট্রাক্টরে তেল খরচ কম হয়। অনেকে বলছেন চাষাবাদে আমাদের ট্রাক্টর এক নম্বরে। ১৯৯৮ সালে ব্যবসা শুরুর পর থেকে মেটালের এখন সারাদেশে ১০৫টি আঞ্চলিক অফিস ও শোরুম রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেড অব বিজনেস লে. কর্নেল তারেকুল আলম খান (অব.), ম্যানেজমেন্ট ট্রেইনি সারা জামিল, মহাব্যবস্থাপক মো. জহিরুল হক। এছাড়া প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী ও বিভিন্ন জায়গা থেকে আসা ডিলার ও ক্রেতারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এম এ সামাদ/এসপি