জীবিকার খোঁজে এসে ধর্ষণের শিকার গৃহবধূ
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের বন্দরে চাকরি খুঁজতে এসে ধর্ষণের শিকার হয়েছেন সোনারগাঁ এলাকার এক গৃহবধূ (২৪)। এ ঘটনায় মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে বন্দর থানায় মামলা করেছেন ওই গৃহবধূ।
মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় বন্দর থানার মদনপুরে অবস্থিত ইপিলিয়ন গ্রুপের গার্মেন্টস কারখানায় চাকরির উদ্দেশ্যে আসেন ওই গৃহবধূ। এ সময় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৩৬) চাকরি দেওয়ার কথা বলে পার্শ্ববর্তী আল বারাকা হাসপাতাল-সংলগ্ন আলাউদ্দিন মিয়ার টিনশেড ঘরের পাশে রুমে নিয়ে তাকে ধর্ষণ করে।
পরে বিকেল ৩টায় তাকে সেখানে রেখে ধর্ষক পালিয়ে যায়। এ সময় ওই গৃহবধূ মোবাইল ফোনে স্বামীকে জানালে স্বামীর সঙ্গে বন্দর থানায় এসে মামলা দায়ের করেন গৃহবধূ।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক কুমার সাহা বলেন, চাকরি দেওয়ার কথা বলে ওই নারীকে ধর্ষণ করেছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য নারীকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়।
রাজু আহমেদ/এমএসআর
বিজ্ঞাপন