নওগাঁ প্রেস ক্লাবের নেতৃত্বে বিশ্বজিৎ-জুয়েল
সভাপতি বিশ্বজিৎ সরকার মনি ও সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল
নওগাঁ জেলা প্রেস ক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ সরকার মনিকে সভাপতি ও দৈনিক খবরপত্রের জেলা প্রতিনিধি মীর মোশারফ হোসেন জুয়েলকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।
নওগাঁ জেলা প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. হারুন-অল-রশিদ, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম সামদানী ও জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম প্রেস ক্লাব প্রাঙ্গণে বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে চলতি বছরের জন্য এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।
বিজ্ঞাপন
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক (দৈনিক ভোরের কাগজ) সুলতানুল আলম মিলন (দৈনিক বাংলাদেশ সময়), যুগ্ম সাধারণ সম্পাদক শফিক ছোটন (যমুনা টিভি), বেলায়েত হোসেন (বাংলাভিশন), অর্থ সম্পাদক বাবুল আক্তার রানা (বাংলাদেশ প্রতিদিন), দপ্তর সম্পাদক হারুন-অর-রশীদ চৌধুরী (চ্যানেল২৪), প্রচার সম্পাদক মাসুদ রানা (দৈনিক কালবেলা), কার্যনির্বাহী সদস্য নবির উদ্দিন (দৈনিক করতোয়া), কায়েস উদ্দিন (চ্যানেল আই), এ.এস.এম রায়হান আলম (এটিএন বাংলা), শফিকুল ইসলাম খোকন ( মাছরাঙ্গা টিভি), আব্দুর রউফ রিপন (দীপ্ত টিভি) ও খন্দকার আব্দুর রউফ পাভেল (জিটিভি)।
জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার ও জেলা প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হারুন-অল-রশিদ জানান, প্রত্যেক সদস্য নিজ নিজ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিত প্রতিনিধিরা চলতি বছরের জন্য জেলা প্রেস ক্লাবের সকল কর্মকাণ্ড পরিচালনা করবেন।
বিজ্ঞাপন
শামীনূর রহমান/আরএআর