দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ৯ শতাধিক যানবাহন
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার নামে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে রাতেও যানজট অব্যাহত রয়েছে। ফেরি পারের অপেক্ষায় রয়েছে ৯ শতাধিক যানবাহন। ঘণ্টার পর ঘণ্টা ফেরি পারের অপেক্ষায় থেকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহনের চালকরা।
জানা গেছে, বৃহস্পতিবার(২৪ মার্চ) রাতে ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার পর্যন্ত ৮ কিলোমিটার এলাকায় মহাসড়কের দুই লেনে ৬ শতাধিক যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক ফেরি পারের অপেক্ষায় রয়েছে।
বিজ্ঞাপন
এছাড়াও গোয়ালন্দ মোড় থেকে ফেরিঘাট পর্যন্ত মহাসড়ক সচল রাখতে গোয়ালন্দ মোড়ে যানবাহনগুলো আটকে রাখা হচ্ছে। গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুর পর্যন্ত ফেরি পারের অপেক্ষায় রয়েছে ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান।
বিআইডব্লিটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে বর্তমান ২০টি ফেরির মধ্যে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। বাকি তিনটি রোরো (বড়) ফেরি পাটুরিয়ার ডকইয়ার্ডে মেরামতে রয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে দৌলতদিয়া প্রান্তে সাতটি ঘাটের মধ্যে চারটি ঘাট সচল রয়েছে। তিনটি ঘাট দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে। ঘাট বন্ধ, ফেরি ও নাব্য সংকট থাকায় ব্যস্ততম এ নৌ-রুটে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। যে কারণে প্রতিনিয়ত দৌলতদিয়া ঘাট অভিমুখে নদী পারের অপেক্ষায় যানবাহনগুলোকে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো.শিহাব উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, গত কয়েকদিন ধরে নদীতে নাব্য সংকটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া প্রান্তে লাগাতার যানজট সৃষ্টি হচ্ছিল। এখন আবার নাব্য সংকটের সঙ্গে নতুন করে ফেরি সংকট দেখা দিয়েছে। যানবাহনের তুলনায় ফেরির সংখ্যা কম থাকায় দৌলতদিয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সিরিয়াল তৈরি হচ্ছে।
মীর সামসুজ্জামান/এসকেডি