অনুষ্ঠান বাড়ির খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ১৯
নরসিংদীর মনোহরদীতে অনুষ্ঠান বাড়ির খাবার খেয়ে ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন অন্তত ৩২ জন। তাদের মধ্যে ১৯ জন হাসপাতালে ভর্তি রয়েছে। এদের মধ্যে বেশিরভাগই শিশু।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে মনোহরদীর চন্দনবাড়ী ইউনিয়নের নলুয়া গ্রামে একটি সুন্নতে খতনা উপলক্ষে প্রায় শতাধিক অতিথি একসঙ্গে খাওয়া-দাওয়া করেন। খাওয়ার পর সন্ধ্যা নাগাদ ৪০ জনের বমি ও পাতলা পায়খানা শুরু হয়। এর মধ্যে ৩২ জনকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিজ্ঞাপন
রইস উদ্দিন নামে এক রোগী বলেন, ‘দাওয়াতে দই খাওয়ার পর থেকে পেটব্যাথা শুরু হয়। পরে পাতলা পায়খানা ও বমি হতে থাকে। অবস্থা বেশি খারাপ হলে রাতে এসে হাসপাতালে ভর্তি হই। এখানে এসে জানতে পারলাম, ওই অনুষ্ঠানে যারা দই খেয়েছেন, প্রায় সবার একই অবস্থা।’
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. এমদাদুল হক সোহেল জানান, বমি ও পেটব্যথা নিয়ে হাসপাতালে ৩২ জন রোগী এসেছিলেন। তাদের মধ্যে ১৯ জনকে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান মাহমুদ জানান, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া সবাই বমি ও পেটব্যথা নিয়ে হাসপাতালে এসেছেন। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।
রাকিবুল ইসলাম/এসপি