নীলফামারীতে ৭ ইটভাটায় অভিযান, ৪৩ লাখ টাকা জরিমানা
নীলফামারীর সৈয়দপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স ছাড়া অবৈধভাবে পরিচালিত সাতটি ইটভাটার আংশিক গুঁড়িয়ে দেয়া হয়েছে। সেই সাথে ৪৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১০ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রংপুর পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে এসব ইটভাটা গুঁড়িয়ে দেয়।
অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজিনা আকতার ও রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মেজবাবুল আলম। এ সময় পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
ইটভাটাগুলো হচ্ছে- সেলিনা বেগমের মালিকানাধীন মেসার্স এমবিসি ব্রিকস, জোবাইদুল ইসলামের মেসার্স ডিবিএল ব্রিকস, আব্দুর রাজ্জাকের মেসার্স এমএইচই ব্রিকস, মো. নুর উদ্দিনের মেসার্স সিএন ব্রিকস, জিকরুল হকের মেসার্স এমজেএইচ ব্রিকস, মোজাম্মেল হকের মেসার্স থ্রি স্টার ব্রিকস ও আব্দুল মজিদের মেসার্স এবি ব্রিকস।
রংপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মেজবাবুল আলম বলেন, নীলফামারী জেলায় ৬০টি ইটভাটার মধ্যে সাতটি অবৈধ। এসব অবৈধ ইটভাটা ২০১৩ সাল থেকে চালানো হচ্ছে। ভাটাগুলো আংশিক গুঁড়িয়ে দেয়া হয়েছে। তবে অবশিষ্ট অবকাঠামো তাদের নিজেদেরকে ভেঙে ফেলতে নির্দেশ দেয়া হয়েছে।
বিজ্ঞাপন
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজিনা আকতার জানান, এসব ইটভাটায় আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে না। তাছাড়া পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কোনো লাইসেন্স নেই। আদালতের নির্দেশনা অনুযায়ী অবৈধ সব ইটভাটাতেই অভিযান চালানো হবে।
মাহমুদ আল হাসান রাফিন/আরএআর