অন্ধ ভিক্ষুক হাফেজ জিয়াউর রহমানকে বসতঘর ও দোকান হস্তান্তর করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার

চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়া গ্রামের অন্ধ ভিক্ষুক হাফেজ জিয়াউর রহমানকে বসতঘর ও দোকান হস্তান্তর করেছেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফিতা কেটে নতুন ঘর ও দোকানের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর দোকান থেকে চানাচুর, মুড়ি ও এক প্যাকেট চকলেট কেনেন জেলা প্রশাসক। 

জানা গেছে, কয়েক মাস আগে সমাজকর্মী শামীম হোসেন মিজি ও স্থানীয় সাংবাদকর্মী আরিফ হাসান অন্ধ ভিক্ষুক জিয়াউর রহমানকে হিজলগাড়ীতে ভিক্ষা করতে দেখেন। তারা জিয়াউর রহমানকে ভিক্ষাবৃত্তি ছেড়ে দিতে বলেন। তাকে কিছু টাকার বাদাম ও ডিম কিনে দিয়ে ব্যবসা করতে বলেন। এতে জিয়াউর রহমান রাজি হন  এবং মিজি ও আরিফের কিনে দেওয়া মালামালগুলো কিছুক্ষণের মধ্যে বিক্রি করে দেন। 

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখার পর জিয়াউর রহমানকে স্বাবলম্বী করার জন্য একটি দোকান করে দেওয়ার ব্যবস্থা করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। তবে জিয়াউরের দৈনিক রোজগারের ব্যবস্থা হলেও ছিল না কোনো থাকার ঘর। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জিয়াউর রহমানের জন্য ঘরের ব্যবস্থা করেন। 

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ঘাত প্রতিঘাত অতিক্রম করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেত্বত্বে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালে দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। প্রধানমন্ত্রীর সঠিক দিক নির্দেশনায় এ দেশ বহির্বিশ্বে রোল মডেল হিসেবে স্থান পেয়েছে। শেখ হাসিনার দক্ষ পরিচালনায় বাংলাদেশ দ্রুত একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত হবে। 

তিনি আরও বলেন, মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হল বাসস্থান। মুজিবশতবর্ষ উপলক্ষে জননেত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করছেন। একটি মানুষও গৃহহীন থাকবে না। সেই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গায় অনেক উপকারভোগীরা নতুন ঘর পেয়েছেন। চুয়াডাঙ্গায় পর্যায়ক্রমে আরও ১১ হাজার ঘর তৈরি করা হবে। শুধু সরকারি নয় ব্যক্তি উদ্যোগে অনেকে এ সেবায় অংশ নিচ্ছেন। ব্যক্তি উদ্যোগে প্রায় ৩২টি ঘরের কাজ শুরু হয়েছে। 

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ভিক্ষুক জিয়াউর রহমানকে ঘর দিতে পেরে ও স্বনির্ভর করতে পেরে আমি নিজেও অনেক আনন্দিত। সেই সাথে মহতী কাজে যারা অগ্রণী ভূমিকা রেখেছে তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তিতুদহ ইউপির প্রশাসক আব্দুল হান্নান, ইউপি সচিব জিয়াউর রহমান, দৈনিক প্রথম আলোর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাহ আলম সনি প্রমুখ। 

আফজালুল হক/আরএআর