রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া চার শিশুর মধ্যে আরও একজন মারা গেছে। এ নিয়ে একে একে তিন শিশুর মৃত্যু হলো। বাকি এক কন্যাশিশু এখনো শঙ্কামুক্ত না হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রোববার (২৭ মার্চ) সকাল ৮টার দিকে আরেক কন্যাশিশুর মৃত্যু হয়। এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার দুই শিশুর মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিশুদের বাবা মনিরুজ্জামান বাঁধন। দীর্ঘ আট বছর পর সন্তানের বাবা হওয়ায় খুশিতে আত্মহারা বাঁধন এখন দিশেহারা। একে একে তিন শিশুর মৃত্যুতে শোকে কাতর তার পরিবারের সদস্যরা।

হাসপাতালের ওই ওয়ার্ডের চিকিৎসক মনিকা মজুমদার। তিনি বলেন, ওই শিশুর ওজন ছিল ৭০০ গ্রাম। তাকে বাঁচানো যায়নি। তবে অন্য শিশুটি ভালো আছে। তার চিকিৎসা চলছে।

গত মঙ্গলবার (২২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন কুড়িগ্রামের মনিরুজ্জামান বাঁধনের স্ত্রী আদুরী বেগম আশা। বিয়ের আট বছর পর এবারই প্রথম বাঁধন-আশা দম্পতির কোলজুড়ে একসঙ্গে এসেছিল চার সন্তান। এর মধ্যে এক ছেলে ও তিন কন্যাশিশু ছিল। বর্তমানে জীবিত একমাত্র কন্যাশিশুর চিকিৎসা চলছে।

ফরহাদুজ্জামান ফারুক/এসপি