রংপুরে বাসা থেকে রিফাত আহমেদ এলাহী (১২) নামে এক শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ৪৮ ঘণ্টা পার হলেও শিশুটির কোনো সন্ধান মেলেনি। রিফাত আহমেদ এলাহী পরিবারের সঙ্গে রংপুর নগরীর পার্বতীপুর উপশহর তিন নম্বর চেকপোস্ট এলাকার সিমু ভিলায় থাকতেন।

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রিফাত। তার বাবা শাহিনুর রহমানের সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। 

নিখোঁজ রিফাত আহমেদ এলাহীর সন্ধান চেয়ে শনিবার (২৬ মার্চ) রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

রিফাতের মা রিনা বেগম জানান, গত ২৫ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছেলেকে বাড়ির বাসায় রেখে তিনি চেকপোস্টে বাজার করতে বের হন। ঘণ্টাখানেক পর বাসায় ফিরে এসে দেখেন ছেলে ঘরে নেই। পরে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নিয়েও কোনো সন্ধান পাননি।

তিনি আরও বলেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে। আত্মীয়-স্বজনের বাড়িতেও খবর নিয়েছি। শহরে মাইকিংও করা হচ্ছে। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি এবং র‍্যাব-১৩ তে নিখোঁজ প্রসঙ্গে জানিয়েছি। ঘটনার ৪৮ ঘণ্টারও বেশি সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ রিফাহ আহমেদ এলাহীর গায়ের রঙ ফর্সা, তার উচ্চতায় ৪ ফিট। মুখমণ্ডল গোলাকার, মাথার চুল লাল ও মাঝারি। বাড়ি থেকে নিখোঁজ হওয়ার সময় পরনে খাকি রঙের গেঞ্জি ও ফুল প্যান্ট ছিল।

কেউ কোথাও তাকে দেখলে বা সন্ধান দিতে চাইলে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় অথবা পরিবারের সঙ্গে ০১৭৯৭৮৫৯৬৬১/০১৭৮৮২৬০১২৮/০১৬০৯৭৬৫৪৫০ এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ রহমান বলেন, এখন পর্যন্ত নিখোঁজ শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

ফরহাদুজ্জামান ফারুক/আরআই