কোটি টাকার তৈরি পোশাকসহ আটকরা

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে কোটি টাকার তৈরি পোশাকসহ চোর চক্রের আট সদস্যকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কাঁচপুর শিল্পনগরী এলাকায় অবস্থিত প্রিমিয়াম বেভারেজ ফুড অ্যান্ড ড্রিংকিং ওয়াটার লিমিটেড ফ্যাক্টরির ভেতর কাভার্ডভ্যান থেকে পোশাকভর্তি কার্টন খুলে রপ্তানিজাত পোশাক চুরির সময় তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- লিটন (২০), মো. দুলাল (৩৫), মো. লোকমান চৌকিদার (৪০), মো. আলাউদ্দিন (৩১), মো. শাকিল (১৭), মো. মোস্তফা (৪১), মো. মিনহাজ আহম্মেদ (৩৫) ও মো. রুবেল (২৪)। 

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার (সিও) কর্নেল খাইরুল আলম খন্দকার বলেন, বেশ কিছুদিন ধরেই আমরা খবর পাচ্ছিলাম গার্মেন্টস মালিকদের বিদেশি ক্রেতাদের জন্য পাঠানো শিপমেন্টের মালামালে সমস্যা হচ্ছে। ধারণা করা হয় কোনা চক্র শিপমেন্টের মালামাল চুরি করছে। গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন অপ্টিমাম ফ্যাশন ওয়ের লিমিটেড ফ্যাক্টরির রপ্তানিজাত পোশাকভর্তি কাভার্ডভ্যান শিপমেন্টের জন্য চট্টগ্রাম বন্দরে যাচ্ছিল। কিন্তু মাঝ পথে কাঁচপুর বিসিক এলাকায় অবস্থিত প্রিমিয়াম বেভারেজ ফুড অ্যান্ড ড্রিংকিং ওয়াটার লিমিটেড ফ্যাক্টরির ভেতর কাভার্ডভ্যান প্রবেশ করানো হয়েছে। সেখানে একটি চক্র শিপমেন্টের মালামাল চুরি করছে। 

তিনি আরও জানান, চক্রটি পোশাকভর্তি কার্টন খুলে অভিনব কায়দায় প্রতিটি কার্টন থেকে ১০-২০টি করে পোশাক চুরি করে। তাদের এই চুরির ফলে চাহিদা ও অর্ডার অনুযায়ী শিপমেন্টের মালামালে সংখ্যার ব্যাপক তারতম্য ঘটে। এতে গার্মেন্টস মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিদেশি ক্রেতাদের নিকট দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। 

কর্নেল খাইরুল আলম খন্দকার জানান, এ নিয়ে র‌্যাব-১১ এর একটি বিশেষ দল গোয়েন্দা নজরদারি চালায়। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সোনারগাঁয়ের কাঁচপুর শিল্পনগরী এলাকায় অবস্থিত প্রিমিয়াম বেভারেজ ফুড অ্যান্ড ড্রিংকিং ওয়াটার লিমিটেড ফ্যাক্টরির ভেতর কাভার্ডভ্যান থেকে পোশাকভর্তি কার্টন খুলে রপ্তানিজাত পোশাক চুরি করছিল চক্রটি। এ সময় কোটি টাকার রপ্তানিজাত পোশাকভর্তি একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে, তারা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। ভবিষ্যতে এই সংঘবদ্ধ চোর চক্রের পলাতক সদস্যদের আইনের আওতায় আনতে র‌্যাবের গোপন অনুসন্ধান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এই র‌্যাব কর্মকর্তা।

রাজু আহমেদ/আরএআর