রাতের খাবার খেয়ে অজ্ঞান, সকালে দেখেন ঘরে কিছুই নেই
আব্দুল মান্নান ও তার ছেলে
ভোলার তজুমদ্দিন উপজেলায় খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে পরিবারের সবাইকে অজ্ঞান করে বাসার সব নিয়ে গেছে চোরেরা।
অজ্ঞান হওয়া ব্যক্তিদের বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
তারা হলেন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মান্নান (৫০), তার স্ত্রী জান্নাত বেগম (৪০), ছেলে নুর ইসলাম (১৬) ও ফাহিম আহমেদ (৮)।
আব্দুল মান্নানের ছোট ভাই আজগর হোসেন বলেন, বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে আব্দুল মান্নানের পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এর আগেই তাদের খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দেয় চোরেরা।
বিজ্ঞাপন
খাবার খেয়ে মান্নানের পরিবারের চারজন অচেতন হন। এ সুযোগে ঘরে ঢুকে ১০ হাজার টাকা, দুই জোড়া কানের দুল, চারটি মোবাইলসহ ঘরের সব মালামাল নিয়ে যায় চোরেরা।
এদিকে উপজেলায় খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে পরিবারের সবাইকে অজ্ঞান করে বিভিন্ন পরিবারে চুরির ঘটনা বেড়েছে। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বলেন, আব্দুল মান্নানের বাড়িতে চুরির খবর শুনে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওসি এসএম জিয়াউল হক আরও বলেন, ইদানীং উপজেলায় চুরির ঘটনা বেড়ে গেছে। এজন্য রাতে পুলিশ টহল বাড়ানো হয়েছে। আশা করছি, দ্রুত চোরদের ধরতে পারব আমরা।
রাকিব উদ্দিন অমি/এএম