সেই দুই গুড়ের কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
রাজবাড়ীর পাংশায় চিনি, রং, ফিটকিরি ও চিটাগুড় মিশিয়ে ভেজাল আখের গুড় তৈরির দুটি কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই কারখানার মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনিম আওনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভেজাল গুড় তৈরির অপরাধে বাহাদুরপুর ইউনিয়নের ডাঙ্গিপাড়া ও রঘুনন্দনপুরে অবস্থিত ভাই ভাই ট্রেডার্স ও দিলীপ ট্রেডার্সের মালিককে পৃথক মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে গুড় প্রস্তুত ও সংরক্ষণ, গুড় তৈরিতে অনুমোদনহীন কেমিক্যাল ও রং ব্যবহার করা, মেয়াদোত্তীর্ণ গুড় বিনষ্ট না করে নতুন গুড়ের সঙ্গে মেশানোসহ নানা অপরাধে ভাই ভাই ট্রেডার্স ও দিলীপ ট্রেডার্সকে জরিমানা করা হয়। এছাড়াও ভবিষ্যতে এ ধরনের অসদুপায় অবলম্বন করার ব্যাপারে সতর্ক করা হয়। অভিযানে পাংশা মডেল থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনিম আওন ঢাকা পোস্টকে বলেন, দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠান দুটি নকল ও ভেজাল গুড় উৎপাদন করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারখানার মালিকদের ভোক্তা সংরক্ষণ আইনে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদেরকে ভেজাল গুড় তৈরি বন্ধে সতর্ক করা হয়।
এর আগে গত ২৫ মার্চ ‘পা দিয়ে চিনি-রং-সোডা মিশিয়ে তৈরি করা হচ্ছে গুড়’ শিরোনামে ভেজাল গুড় তৈরির কারখানা নিয়ে ঢাকা পোস্টে সংবাদ প্রকাশিত হয়। এর চার দিনের মাথায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান পরিচালনা করল প্রশাসন।
মীর সামসুজ্জামান/আরএআর