মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও ওজনে কম দেওয়ার অপরাধে জরিমানা গুনল দুই ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

মুশফিকুর রহমান বলেন, রমজান মাসে মানুষ যেন প্রতারণার শিকার না হন এজন্য পুরো মাসজুড়ে অভিযান অব্যাহত থাকবে। আজকের অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও ওজনে কম দেওয়ায় ত্রিকন্যা মিষ্টান্ন ভাণ্ডার ও মেসার্স গোপাল ভাণ্ডারকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 

ওজন ও পরিমাপ দণ্ড আইন-২০১৮ অনুযায়ী তাদের এই জরিমানা করা হয়েছে।

অভিযানে বিএসটিআই এর পরিদর্শক রিগ্যান বৈদ্য ও আইনশৃঙ্খলা রক্ষায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম সহায়তা করে।

সৈয়দ মেহেদী হাসান/আরআই