নাটোরের গুরুদাসপুরে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে কারও নাম পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার(৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা ১০ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে কুষ্টিয়াগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো-ব-১৫-২৬৫৫ অন্য একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার খাদে পড়ে যায়।

এতে বাসে থাকা প্রায় ২৫ জন যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

তাপস কুমার/এমএএস