ইন্দুরকানীতে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন
পিরোজপুরের ইন্দুরকানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার (৬ এপ্রিল) দুইজন ও শুক্রবার (৮ এপ্রিল) সকালে একজনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগড়া গ্রামের মো. আবুল দুয়ারীর ছেলে মো. মিজান দুয়ারী (২৬) ও আবুল হাসান দুয়ারী (২৩) এবং আবুল হাসানের শ্যালক মো. শাকিল (২২)।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২ এপ্রিল) সকালে ঝালকাঠী-ইন্দুরকানী সীমানার একটি খালে ড্রেজার মেশিন চালু করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে তিন শ্রমিক মো. মিজান দুয়ারী, আবুল হাসান দুয়ারী ও মো. শাকিল দগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাদের পাশের একটি প্রাইভেট ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় মো. মিজান দুয়ারী ও রাতে আবুল হাসান দুয়ারীর মৃত্যু হয়। ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগড়া গ্রামের নিজ বাড়িতে বৃহস্পতিবার সকালে তাদের দাফন সম্পন্ন হয়। পরে শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মো. শাকিলের মৃত্যু হয়। বিকেলে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
বিজ্ঞাপন
পাড়েরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান শাওন তালুকদার জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর দগ্ধ তিনজনকে একটি প্রাইভেট ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনই মারা গেছেন।
আবীর হাসান/আরএআর