বাগেরহাটে ৯ অসহায় পরিবারকে ঘর দিল পুলিশ
মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাট জেলা পুলিশের পক্ষ থেকে অসহায় ৯ পরিবারকে জমিসহ ঘর দেওয়া হয়েছে। রোববার (১০ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি এসব ঘর হস্তান্তর প্রক্রিয়া উদ্বোধন করেন। এ সময় জেলার প্রতি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সেবা ডেস্কেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বাগেরহাট জেলা পুলিশ সূত্রে জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটের ৯ উপজেলায় অসহায়, কর্মহীন ও বৃদ্ধ ৯ জনকে ৪৩৫ বর্গফুট জমিসহ ৯টি পাকা ঘর নির্মাণ করে দিয়েছে জেলা পুলিশ। এছাড়া ৯ থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সেবা ডেস্ক স্থাপন করেছে পুলিশ। এসব ডেস্ক থেকে নারী, শিশু ও প্রতিবন্ধীদের দ্রুত সেবা প্রদান করা হবে। একজন প্রশিক্ষিত পুলিশ কর্মকর্তা এই ডেস্কের দায়িত্বে থাকবেন।
বিজ্ঞাপন
বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, সারাদেশের মতো বাগেরহাটের প্রত্যেকটি থানায় নারী ও প্রতিবন্ধীবান্ধব সেবার ডেস্ক স্থাপন করা হয়েছে। এছাড়া ৯ জন অসহায় মানুষকে পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশ পুলিশের এ ধরনের মানবিক কাজ অব্যাহত থাকবে।
তানজীম আহমেদ/এসপি
বিজ্ঞাপন