বরগুনার পাথরঘাটায় একটি ডকইয়ার্ডে আগুন লেগে পাঁচটি মাছ ধরার ট্রলার পুড়ে গেছে। সোমবার (১১ এপ্রিল) মধ্যরাতে পৌর শহরের ৯ নং ওয়ার্ডে আব্দুল কাদের মাওলানার ডকইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ইলিশের মৌসুমকে সামনে রেখে ট্রলারগুলোর মেরামতের কাজ চলছিল ডকইয়ার্ডে। রোববার ইফতারের আগে কাজ শেষ করে চলে যায় সারেং ও মিস্ত্রিরা। রাত ১২টার দিকে ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে কবর দিলে পাথরঘাটা স্টেশনের একটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ডকইয়ার্ডের স্বত্বাধিকারী আব্দুল কাদের মাওলানা বলেন, রাতের আগেই সবাই কাজ শেষ করে বাড়ি চলে যায়। কিন্তু রাতে কীভাবে আগুন লেগেছে তা বলতে পারছি না। তবে আমার ধারণা, শত্রুতাবশত হয়তো কেউ আমার ইয়ার্ডে আগুন লাগিয়ে দিয়েছে।

পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শাহজাহান সিকদার বলেন, ট্রলারগুলোতে দাহ্য পদার্থ এবং প্রচণ্ড বাতাস থাকায় আগুন চারপাশে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে।

এসপি