মুজিব বর্ষ উপলক্ষে বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে অসহায় সাত পরিবারকে ঘর দেওয়া হয়েছে। রোববার (১০ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি এসব ঘর হস্তান্তর প্রক্রিয়া উদ্বোধন করেন।

এ সময় জেলার প্রতি উপজেলায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সেবা ডেস্কেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একজন প্রশিক্ষিত পুলিশ কর্মকর্তা এই ডেস্কের দায়িত্বে থাকবেন।

বান্দরবান জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশ বাহিনীর উদ্যোগে প্রতিটি উপজেলায় একজন করে গৃহহীনকে ঘর নির্মাণ করে দেওয়া হয়। এ ছাড়া প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধীদের দ্রুত সেবা দেওয়ার জন্য আলাদাভাবে একটি সার্ভিস ডেস্ক উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার জানান, বান্দরবান জেলার সাত উপজেলায় একজন গৃহহীনকে পুলিশ বাহিনীর উদ্যোগে একটি করে ঘর নির্মাণ করে দেওয়া হয়। সাত থানায় ৭টি সার্ভিস ডেস্ক চালু করার মাধ্যমে পুলিশ বাহিনীর সেবা ও দায়িত্ববোধ আরও বাড়ল। ভবিষ্যতেও বাংলাদেশ পুলিশের এ ধরনের মানবিক কাজ অব্যাহত থাকবে।

বান্দরবান পুলিশ লাইনস মিলনায়তনে এ সময় পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিনসহ ইন সার্ভিস পুলিশ, আমর্ড পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিজভী রাহাত/এনএ