মানচিত্রজুড়ে বঙ্গবন্ধু
মানচিত্রজুড়ে বঙ্গবন্ধুর সাড়ে ৬ হাজার ছবি ফুটিয়ে তুলেছেন বগুড়ার তারিকুল ইসলাম
তারিকুল ইসলাম। পড়ছেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞানে। পাশাপাশি বগুড়া আর্ট কলেজের বিএফ ডিগ্রিতে ড্রইং ও পেইন্টিং নিয়েও পড়াশোনা করছেন। তার বাবা কৃষক। এ জন্য মাটির টানে প্রিয় মাতৃভূমিতে সাড়ে ৬ হাজার ছবিতে আঁকলেন বঙ্গবন্ধুর প্রতিকৃতি।
লকডাউনে যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তখন মাথায় চেপে বসে নতুন কিছু করার। যেই ভাবনা সেই কাজ। শুরু করেন বঙ্গবন্ধুকে নিয়ে আঁকা। এ যেন ইতিহাসের হাতছানি। প্রিয় জন্মভূমিকে সাজালেন বঙ্গবন্ধুর প্রতিকৃতি দিয়ে। এ যেন বঙ্গবন্ধুর বাংলাদেশ। মাতৃভূমির প্রতিটি স্থানে রয়েছেন বঙ্গবন্ধু।
বিজ্ঞাপন
শুক্রবার বিকেলে তরুণ চিত্রশিল্পী তারিকুল ইসলামের একক চিত্র প্রদর্শনীতে মিনিয়েচার শুরু হয়। বগুড়া শহরের সাতমাথায় মুজিব মঞ্চে বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক চিত্রকর্মটির উদ্বোধন করেছেন। তিন দিনব্যাপী চিত্রকর্মটির প্রদর্শনী হবে এই মঞ্চে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার শাহাদৎ হােসেন এবং বগুড়ার মাটিডালি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাল মিয়া।
বিজ্ঞাপন
ধুনটের নিমগাছি ইউনিয়নের বেড়ের বাড়ি গ্রামের ছেলে তারিকুল ইসলাম। বাবা কৃষক কাফি প্রামানিক জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন। বগুড়া আর্ট কলেজে লেখাপড়ার পাশাপাশি চারু ও কারুকলা বিষয়ে তিনি খণ্ডকালীন শিক্ষকতা করছেন শহরের মাটিডালি উচ্চ বিদ্যালয়ে।
শনিবার দ্বিতীয় দিনের মতো সকাল ১০টা থেকে শুরু হয়েছে চিত্রকর্মটির প্রদর্শনী। সকাল থেকেই নানা শ্রেণি পেশার মানুষ ভিড় করছেন বঙ্গবন্ধুর প্রতিকৃতির মানচিত্রটি দেখতে।
তারিকুল জানান, ৭ মার্চের ভাষণ শুনলে মনে হয় আমার জন্ম ৭১ এর আগে হলো না কেন? আমিও হতে পারতাম মুক্তিযোদ্ধা। হৃদয়ে সব সময় মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি। তাই ক্ষুদ্র পরিসরে কিছু করার চেষ্টা করেছি।
নেপালের কাঠমান্ডু, মিয়ানমার ও ভারতে চিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে পুরস্কার পান তিনি। তার চিত্রকর্ম নিয়ে দেশে-বিদেশে অনেক প্রদর্শনী হয়েছে। পেয়েছেন অনেক পুরস্কারও। ২০১৯ সালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ১৭ দেশের অংশগ্রহণে চিত্র প্রদর্শনী হয়। সেখানে তার আঁকা বেশ কিছু ছবি স্থান পায়। এ ছাড়া ধানমন্ডি আর্ট গ্যালারিতেও তার চিত্রকর্ম প্রদর্শিত হয়।
সাখাওয়াত হোসেন জনি/এসপি