কিন্ডার হেলথ ওয়ার্কসের নির্বাহী পরিচালক অশ্বিস দাসসহ (বাঁ দিক থেকে প্রথম) আটক দুজন

মাদক সেবনের সময় লালমনিরহাটের কিন্ডার হেলথ ওয়ার্কসের নির্বাহী পরিচালক অশ্বিস দাস জেমসসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সদরে কিন্ডার হেলথ ওয়ার্কসের ভেতর থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন— কিন্ডার হেলথ ওয়ার্কসের নির্বাহী পরিচালক অশ্বিস দাস জেমস (৫৫), সুমন্ত চন্দ্র রায় (৪৫), পঞ্চানন্দ রায় দাস (৫৫) ও গোপাল চন্দ রায় (৩৮)। তারা সবাই সদর উপজেলার বাসিন্দা।

সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নুর আলম বলেন, কিন্ডার হেলথ ওয়ার্কসে মাদক সেবন হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পরে ওই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক অশ্বিস দাস জেমসসহ ৪ জনকে মাদক সেবনের অপরাধে আটক করা হয়। এ সময় গাঁজা সেবনের সরঞ্জামসহ ১৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঢাকা পোস্টকে জানান, প্রকাশ্যে গাঁজা সেবনের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হবে।

নিয়াজ আহমেদ সিপন/এমএসআর