সাতক্ষীরায় কে হচ্ছেন পৌর মেয়র
নাসেরুল হক, তাজকিন আহমেদ, নাসিম ফারুক, নুরুল হুদা, মোস্তাফিজুর রউফ (বাম থেকে)
রাত পোহালেই সাতক্ষীরা পৌরসভার ভোটগ্রহণ। প্রথমবারের মতো পৌর নির্বাচনে ইভিএমে ভোট দিবেন পৌরবাসী। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সারঞ্জাম। সম্পন্ন হয়েছে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি।
সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীসহ পাঁচজন। আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীক নিয়ে লড়ছেন শেখ নাসেরুল হক, বিএনপির ধানের শীষ প্রতীকে বর্তমান মেয়র তাজকিন আহমেদ চিশতি, স্বতন্ত্র প্রার্থী নারকেল গাছ প্রতীক নিয়ে লড়ছেন হেভিওয়েট প্রার্থী নাসিম ফারুক খান মিঠু ও জামায়াতের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী মাঠে আছেন জগ প্রতীক নিয়ে মো. নুরুল হুদা। এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা নিয়ে ভোট করছেন মোস্তাফিজুর রউফ।
বিজ্ঞাপন
তাছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ড ও তিনটি সংরক্ষিত নারী আসনে লড়ছেন ৬৪ জন। এর মধ্যে সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ জন নারী ও কাউন্সিলর পদে ৫২ জন।
সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার নাজমুল কবির বলেন, সাতক্ষীরা পৌরসভার ৩৭টি কেন্দ্রে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে। রোববার সকাল ৮টা থেকে শুরু চলবে বিকাল ৪টা পর্যন্ত। পৌরসভায় ভোটার সংখ্যা ৮৯ হাজার ২২৪ জন। তাদের মধ্যে নারী ভোটার ৪৫ হাজার ৮০৬ ও পুরুষ ভোটার ৪৩ হাজার ৪১৮ জন।
বিজ্ঞাপন
তিনি বলেন, নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর বা অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে পুলিশ প্রশাসন প্রত্যেকটি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনায় নিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
আকরামুল ইসলাম/এসপি