মাদারীপুরে ভ্যান উল্টে ২ স্কুলছাত্র নিহত
মাদারীপুরের কালকিনি উপজেলায় ব্যাটারিচালিত ভ্যান উল্টে স্কুলছাত্র দুই বন্ধু রিফাত হোসেন (১২) ও রমজান মিয়া (১২) নিহত হয়। এ সময় আহত হয় তাদের আরেক বন্ধু ভ্যানচালক ইব্রাহীম হোসেন (১১)।
বুধবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
রিফাত ভবানীপুর এলাকার মনজু খানের ছেলে। রমজান সিডিখান এলাকার জামাল কবিরাজের ছেলে। আহত ইব্রাহীম ভবানীপুর এলাকার বেলাল শিকদারের ছেলে। তারা সবাই কালকিনি উপজেলার মিয়ারহাট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কালকিনির মিয়ারহাট থেকে বন্ধু ইব্রাহীমের ব্যাটারিচালিত একটি ভ্যানে বন্ধু রিফাত, রমজান ঘুরতে বের হয়। ভবানীপুর এলাকায় এলে সামনে একটি কুকুর ভ্যানের নিচে ঢুকে পড়ে। এতে ভ্যানটি উল্টে গেলে আহত হয় তিন বন্ধু। তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক রিফাত ও রমজানকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইশতিয়াক আশফাক বলেন, ভ্যানচালকের অসাবধানতায় ভ্যানটি সড়কে উল্টে পড়ে। তিনজন মাথায় গুরুতর আঘাত পায়। প্রচণ্ড রক্তক্ষরণে দুজন হাসপাতালে নেওয়ার পর মারা যায়।
নাজমুল মোড়ল/এনএ