মেহেদী হাসান শান্ত

মেহেদী হাসান শান্ত (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে শিবপুরের সৈয়দনগর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে মেহেদী ও তার বন্ধু নাদিম নরসিংদী থেকে মোটরসাইকেলে করে শিবপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা অভিমুখী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় দুজনেই গুরুতর আহত হন।

স্থানীয়দের সহায়তায় আহত দুইজনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে বিকেল পাঁচটার দিকে মেহিদী মারা যায়। অপরদিকে আহত নাদিমের অবস্থাও আশঙ্কাজনক।

রিফাত হোসাইন নামে মেহেদীর এক প্রতিবেশী বলেন, দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে ঘটনাটি ঘটে। এক মোটরসাইকেলে দুইজন নরসিংদী থেকে বাড়ি ফিরছিল। অপরদিক থেকে আসা পিকআপ রাস্তার মাঝখানে চলে আসলে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।

নিহত মেহেদী হাসান শান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী এবং ঢাবি শাখা ছাত্রলীগের উপ-পাঠাগারবিষয়ক সম্পাদক ছিলেন। তার বাবা মফিজুল ইসলাম শিবপুর কলেজ গেট এলাকার বাসিন্দা। অন্যদিকে বন্ধু নাদিম শিবপুর সরকারি শহিদ আসাদ কলেজের শিক্ষার্থী।

শিবপুর হাইওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে ইন্সপেক্টর মো. হায়দার বলেন, খবর পেয়ে সৈয়দনগর গেলে একটা পিকআপ এবং মোটরসাইকেলকে ভাঙচুর অবস্থায় দেখতে পাই। আমরা যাওয়ার আগেই স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে পিকআপ এবং মোটসাইকেল শিবপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে।

রাকিবুল ইসলাম/এমএসআর