কলাপাড়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) উপজেলার নীলগঞ্জ ও টিয়াখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকাল ১০টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের মো. ইউসুফ মিয়ার মেয়ে সাদিয়াতুন (৪) নিজেদের পুকুরে আম তুলতে গিয়ে পানিতে পড়ে যায়।
বিজ্ঞাপন
মো. ইউসুফ মিয়া বলেন, বাড়ির পাশে পুকুর পাড়ে আম তুলতে গিয়ে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ভাসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে সকাল সাড়ে ৯টার দিকে টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের মো. রাজিব সরদারের ছেলে তাসিন (৩) নিজেদের পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়।
বিজ্ঞাপন
এ ব্যাপারে মো. রাজিব সরদার জানান, বাড়ির সবার অগোচরে পুকুর পাড়ে খেলতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়। পরে পুকুরে ভেসে উঠলে পুকুর থেকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
কর্তব্যরত চিকিৎসক ডা. তৃণা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৯টা ও ১০টার দিকে দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আনা হয়।
কাজী সাঈদ/এনএ